Published : 28 Oct 2022, 12:48 PM
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের ব্যাচেলর অব আর্টস (বিএ) এবং ব্যাচেলর অব সোশাল সায়েন্স (বিএসএস) পরীক্ষা শুরু হয়েছে ৩২৮টি কেন্দ্রে।
শুক্রবার শুরু হওয়া এই পরীক্ষা হচ্ছে দুই শিফটে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ৯টা থেকে বেলা ১২টা। দ্বিতীয় শিফটে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।
আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আ ফ ম মেজবাহ জানান।
বাউবির ‘বিএ’ ও ‘বিএসএস’ পরীক্ষায় ৩ লাখ ৫০ হাজার ৯৫৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। তারা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী। তাদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ২ লাখ ৪ হাজার ৬৭৮ জন, নারী ১ লাখ ৪৬ হাজার ২৮১ জন।
আ ফ ম মেজবাহ বলেন, “নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের বিভিন্ন জেলার কেন্দ্রগুলোতে পরীক্ষা তদারকির ভিজিল্যান্স টিমও পাঠানো হয়েছে।”
পরীক্ষার নির্দেশিকায় জানান হয়েছে, মূল আইডি কার্ড ছাড়া কেউ পরীক্ষায় অংশ নিতে পারবে না। কেন্দ্রে মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ। পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগে শিক্ষার্থীদের কেন্দ্রে ঢুকতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।