“যে যেই বিষয়ে পড়ুক না কেন, তাকে ভাষা, আইসিটি, এথিক্স- এই বিষয়গুলো পড়াতে হবে,” বলেন তিনি।
Published : 14 Oct 2023, 05:30 PM
চাকরি পেতে যে ধরনের দক্ষতা অর্জন দরকার, তা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়েও শিক্ষার্থীরা অর্জন করতে পারছে না বলে মনে করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
তিনি বলেছেন, “অনেকেই যখন চাকরির খোঁজে যান, দেখা যায়- ভাল ডিগ্রীধারীরা চাকরি পাচ্ছে না। অথচ পাশের দেশের একজন ছোট কোর্স করে সেই চাকরি পেয়ে যাচ্ছে। এর মূল কারণ হল- সফট স্কিলস, কমিউনিকেশন, ক্রিটিক্যাল থিংকিং এবং লিডারশিপের ঘাটতি।
“এই দক্ষতাগুলো শেখানো হচ্ছে না। নতুন শিক্ষাক্রমে সক্রিয়ভাবে এই দক্ষতাগুলো অর্জন করবে শিক্ষার্থীরা। সকল বিশ্ববিদ্যালয়কে আমরা বলেছি- যে যেই বিষয়ে পড়ুক না কেন, তাকে ভাষা, আইসিটি, এথিক্স- এই বিষয়গুলো পড়াতে হবে।”
মঙ্গলবার বিকালে ঢাকায় উত্তরা ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে মুনাফার দৃষ্টিভঙ্গি থেকে সরে আসার আহ্বান জানিয়ে দীপু মনি বলেন, “অনেক সময়ই ব্যবসার মুনাফা থাকে। সেগুলো ত্যাগ করে তারা (ট্রাস্টি) যেন জনকল্যাণে সেবার মনোভাব নিয়ে শিক্ষায় অবদান রাখার দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করেন।”
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ইয়াসমীন আরা লেখা, রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন।
প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৩ অক্টোবর ২০২৩ তারিখে: