হঠাৎই মেসে অচেতন হয়ে পড়েন তিনি। পরে বেসরকারি এক হাসপাতাল ঘুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল।
Published : 30 Apr 2023, 12:29 AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকার নারিন্দা চিনি টুকরা মসজিদের পাশের একটি মেসে হুট করে অচেতন হয়ে পড়েন ইংরেজি প্রথম বর্ষের শিক্ষার্থী রাজু ইসলাম (২১)।
তার সহপাঠী সিফাত হাসান সাকিব জানান, হঠাৎ করে রাজুর খিঁচুনি ওঠে। এরপরেই তিন জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে অচেতন অবস্থায় স্থানীয় সালাউদ্দিন হাসপাতালে নেওয়া হয়।
"সেখান থেকে রাত পৌনে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, রাজুর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রাজুর গ্রামের বাড়ি পঞ্চগড়ে জেলায় বলে সাকিব পুলিশকে জানিয়েছেন।