জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মৃত্যু

গত সেপ্টেম্বরে তার ক্যান্সার ধরা পড়লে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। অবস্থার উন্নতি হলে পরের মাসেই দেশে ফিরে আসেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2023, 05:33 AM
Updated : 11 Nov 2023, 05:33 AM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমদাদুল হক মারা গেছেন।

ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৫টায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কামালউদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার জন্য এটা গ্রেট লস। আমি দীর্ঘদিনের সাথীকে হারালাম।”

উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক ইমদাদুল হকের ক্যান্সার ধরা পড়ে গত সেপ্টেম্বরে। উন্নত চিকিৎসার জন্য ১২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান তিনি। শারীরিক অবস্থার উন্নতি হলে অক্টোবরে দেশে ফিরে আসেন।

কোষাধ্যক্ষ কামালউদ্দিন বলেন, “স্যারের সঙ্গে আমার কথা হয়েছিল, তখন উনি বিছানায়। উনাকে বলেছিলাম, স্যার আপনি ফিরে আসবেন আমাদের মাঝে। ফিরলেন, কিন্তু এভাবে ফিরবেন ভাবিনি।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেলা ১১টায় তার প্রথম জানাজা হবে। দুপুর ১২টায় উদ্ভিদ বিজ্ঞান বিভাগে নিয়ে শেষ শ্রদ্ধা জানানো হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে তার দ্বিতীয় জানাজা শেষে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

ইমদাদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন, শিক্ষক সমিতির সহ-সভাপতি ও সদস্য, বাংলাদেশ উদ্ভিদবিজ্ঞান সমিতির কোষাধ্যক্ষ ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর প্ল্যান্ট টিস্যু কালচার অ্যান্ড বায়োটেকনোলজির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

একাধিক পেশাজীবী সংগঠনের সদস্যও ছিলেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তার ৮০টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

২০২১ সালের ১ জুন চার বছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য হিসেবে নিয়োগ পান তিনি। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ শোক প্রকাশ করেছে।