প্রথমধাপে পরীক্ষা হবে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে।
Published : 12 Oct 2023, 11:41 PM
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে।
আগামী ২৪ নভেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের মাধ্যমে এ পরীক্ষা শুরু হবে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে।
বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরীক্ষা আয়োজনের বিষয়ে ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা পাঠিয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।
অধিদপ্তরের পরিচালক মনীষ চাকমা স্বাক্ষরিত চিঠিতে শিক্ষা কর্মকর্তাদের সংশ্লিষ্ট জেলায় আবেদনের সংখ্যা অনুযায়ী নির্বাচিত কেন্দ্রগুলোর সংখ্যা জানাতে বলা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি রংপুর, সিলেট ও বরিশাল বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করে অধিদপ্তর।
প্রাথমিক বিদ্যালয়গুলোতে আট হাজারের মত শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে অধিদপ্তর।