সন্ধ্যায় মোটরসাইকেল শোভাযাত্রা করে ক্যাম্পাসে প্রবেশ করেন নতুন কমিটির নেতারা।
Published : 25 Oct 2023, 12:21 AM
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটি গঠনের পর যে বিরোধ দেখা দেয়, তা সিটি মেয়রের হস্তক্ষেপে সমাধান হওয়ার কথা জানিয়েছেন নতুন নেতারা।
নতুন কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রলীগের নতুন কমিটি নিয়ে কর্মীদের একাংশের মধ্যে যে দ্বন্দ্ব চলছিল তা রাজশাহী শহরের অভিভাবক সিটি মেয়র এএইচ এম খায়রুজ্জামান লিটনের সহায়তায় মীমাংসা করা হয়েছে। তিনি সবাইকে সঙ্গে নিয়ে আলোচনা করেছেন এবং সুসংসগঠিতভাবে ছাত্রলীগের কর্মকাণ্ড পরিচালনা করার পরামর্শ দিয়েছেন।”
প্রায় সাত বছর পর গত শনিবার রাতে মোস্তাফিজুর রহমান ওরফে বাবুকে সভাপতি ও আসাদুল্লা-হিল গালিবকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
তবে পদপ্রত্যাশীদের একটি অংশ সেই কমিটিকে না মেনে তাদেরকে ক্যাম্পাসে ‘অবাঞ্চিত’ ঘোষণা করে। ক্যাম্পাসে মহড়ার পাশাপাশি মঙ্গলবার দুটি ফটকে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ অংশটি। পরে সন্ধ্যায় নগর ভবনে দুই পক্ষের নেতাদের নিয়ে বৈঠকে বসেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
বৈঠক শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেল শোভাযাত্রা করে ক্যাম্পাসে প্রবেশ করেন নতুন কমিটির নেতারা। এ সময় তাদের সঙ্গে মহানগর ছাত্রলীগের নেতাকর্মীদেরও দেখা গেছে।