“তানভীর বলেছে, ঢাকা ক্যান্টনমেন্টে আইএসএসবিতে তার পরীক্ষা ছিল। সেখানে মোবাইল রাখার অনুমতি ছিল না।”
Published : 21 May 2024, 11:41 PM
নিখোঁজ হওয়ার ৫ দিন পর নিজেই বাসায় ফিরেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মাহমুদুল হাসান তানভীর।
২৪ বছর বয়সী এই তরুণ মঙ্গলবার রাত পৌনে ৯ টার দিকে রাজধানীর দক্ষিণ খান পূর্ব আজমপুরের বাসায় ফেরেন বলে তার বাবা সাইদুর রহমান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বাসায় ফিরে তানভীর বলেছে, ঢাকা ক্যান্টনমেন্টে আইএসএসবিতে তার পরীক্ষা ছিল। সেখানে মোবাইল রাখার অনুমতি ছিল না। তাই ফোন বন্ধ করে বাসায় রেখে গেছিল।”
এতদিন কেন বাসায় যোগাযোগ করেনি, সে বিষয়ে আপাতত তানভীরকে কোনো প্রশ্ন করা হচ্ছে না বলে জানান তার বাবা।
দক্ষিণ খান থানার (ওসি) শেখ আমিনুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুয়েটের ওই শিক্ষার্থী সুস্থভাবে বাসায় ফিরেছে। আমাদের একজন অফিসার তার বাসায় গিয়ে কথা বলেছেন। ক্যান্টনমেন্টে পরীক্ষা দিতে যাওয়ার কথা বলেছেন তিনি।”
মাহমুদুল হাসান তানভীর বুয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি হলে থাকতেন।
গত ১৭ মে বিকেল সাড়ে ৩ টার দিকে হলে যাওয়ার কথা বলে তিনি দক্ষিণ খানের বাসা থেকে বের হন। এর পর থেকে তার কোনো খোঁজ না পেয়ে ১৯ মে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তার মা শারমিন সুলতানা।