ভালো ফলাফলের পাশাপাশি ক্রীড়াসহ সহশিক্ষামূলক কর্মকাণ্ডে কৃতিত্বের জন্য শিক্ষার্থীদের এই তহবিল থেকে বৃত্তি ও সংবর্ধনা দেওয়া হবে।
Published : 05 Jan 2023, 02:19 PM
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামাল ও পুত্রবধূ সুলতানা কামালের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠন করা হয়েছে ‘শেখ কামাল-সুলতানা কামাল ট্রাস্ট ফান্ড’।
শেখ কামাল ও সুলতানা কামাল ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তাদের নামে সামাজিক বিজ্ঞান অনুষদ ৪০ লাখ টাকার এই ফান্ড গঠন করেছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষদের মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের কাছে চেক হস্তান্তর করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান।
উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে বলেন, “এই ধরনের ট্রাস্ট ফান্ড শুধু শিক্ষার্থীদের নানা ক্ষেত্রে সহযোগিতা করবে তা নয়, এর মাধ্যমে শেখ কামাল এবং সুলতানা কামালের জীবনের যে মূল্যবোধ রয়েছে, তা আমাদের শিক্ষার্থীদের ভালো করে জানার সুযোগ হবে।
“শেখ কামাল একাধারে ক্রীড়াবিদ, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষামূলক নানা কাজে নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি তিনি নিজের পড়ালেখায় কৃতিত্বের অবদান রেখেছেন, যা তার কাজের ক্ষেত্রে প্রস্ফূটিত হয়ে উঠেছে।”
যে শিক্ষার্থীরা ভালো ফলাফলের পাশাপাশি ক্রীড়াসহ সহশিক্ষামূলক কর্মকাণ্ডে কৃতিত্ব রাখবে, এ তহবিল থেকে তাদের বৃত্তি ও সংবর্ধনা দেওয়ার কথা বলেন উপাচার্য।
শেখ কামালের চাচা শেখ কবির হোসেন বলেন, “এই ট্রাস্ট ফান্ড ইতিহাস হয়ে থাকবে। এটা শুধু বৃত্তি প্রদানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তুলতে এই ফান্ড ভূমিকা রাখবে। এটার প্রসার হবে, মানুষ উপকৃত হবে। এর মাধ্যমে শেখ কামালের আদর্শ চর্চা হবে।
“কামালের আদর্শ শুধু খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ ছিল না, সে খেলাধুলায় যেমন ছিল, রাজনীতি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তেমন ছিল। সবকিছুতেই তার সম্পৃক্ততা ছিল।"
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান বলেন, “শেখ কামাল ও সুলতানা কামাল অত্যন্ত মেধাবী ও বহুমুখী প্রতিভার ব্যক্তিত্ব ছিলেন। তারা আমাদের সামাজিক বিজ্ঞান অনুষদের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাদের প্রতি আমাদের দীর্ঘদিনের একটা দায় ছিল যে, এই ধরনের একটা উদ্যোগ নেওয়া। এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে আমরা তাদের বারবার স্মরণ করতে পারব।”
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, সুলতানা কামালের ছোট ভাই গোলাম আহমেদ টিটো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।