বাবা-মা এসে লাশ শনাক্ত করেন।
Published : 22 Jan 2025, 07:21 PM
ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্স এনেক্স ভবন প্রাঙ্গনের গাছের মগডাল থেকে যে ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছিল পুলিশ, তার পরিচয় পাওয়া গেছে।
পুলিশ বলছে, ওই ব্যক্তির নাম আবু সালেহ (৪৫)।
ভবঘুরে প্রকৃতির আবু সালেহর বাড়ি কেরানীগঞ্জে বলে জানিয়েছেন পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মাসুদ আলম।
তিনি বলেন, “উদ্ধার করা লাশের পরিচয় পরিচয় মেলেছে। তার বাবা মা এসে (হাসপাতালে) শনাক্ত করেছেন।
“তবে ওই ব্যক্তি কীভাবে গাছের মগডালে উঠল বা এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।”
এজন্য আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যানেক্স ভবন প্রাঙ্গনে একটি গাছের মগডাল থেকে ঝুলন্ত লাশ রয়েছে জানতে পেরে ফায়ার সার্ভিসের সহায়তায় তা উদ্ধার করে পুলিশ।
বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের উল্টো দিকের ফুটপাতের মেহগনি গাছের ডাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি গাছের ডালে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝোলানো ছিল।
নিহত ব্যক্তির পরনে সবুজ টি শার্ট, সাদা কোট এবং নীল রঙের ট্রাউজার ছিল।
উদ্ধারের পর লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়।