ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আব্দুল হাসিব চৌধুরীকে দেওয়া হয়েছে উপ-উপাচার্যের দায়িত্ব।
Published : 12 Sep 2024, 04:37 PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামানকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।
বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাপক বদরুজ্জামানকে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতার পাশাপাশি বিধি অনুযায়ী ভিসি পদের সুবিধা ভোগ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় ভিসি পদে তার নিয়োগ বাতিল করতে পারবেন।
ক্ষমতার পট পরিবর্তনে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের মত বিশ্ববিদ্যালয়গুলোর শীর্ষ পদেও পরিবর্তনের ঢেউ লাগে। এর ধারাবাহিকতায় গত ১৮ অগাস্ট পদত্যাগ করেন বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার।
এক মাসের মাথায় অধ্যাপক বদরুজ্জামানকে সেই দায়িত্ব দিল সরকার।
এদিকে আরেক আদেশে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরীকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য করা হয়েছে।
যোগদানের তারিখ থেকে নতুন পদে তার চার বছরের মেয়াদ শুরু হবে।