আয়োজনের মধ্যে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, পিঠা উৎসব এবং ঐতিহ্যবাহী খাবার।
Published : 14 Apr 2025, 04:35 PM
বিভিন্ন কর্মসূচিতে আনন্দমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করেছে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি)।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. জাহিদ হোসেন শরীফ এই উৎসবের উদ্বোধন করেন বলে সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে ইউসিটিসির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান, রেজিস্টার সালাহউদ্দিন আহমদ, স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর পরিচালক এস এম শহিদুল আলম এবং ইউসিটিসির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সকল বিভাগের কো-অর্ডিনেটর, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
আয়োজনের মধ্যে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, পিঠা উৎসব এবং ঐতিহ্যবাহী খাবার।
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা প্রদর্শনের মাধ্যমে নববর্ষের আনন্দকে আরও বর্ণিল করে তোলে।