এর আগে সভাপতি, সম্পাদক এবং প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক সামনে এসেছিলেন।
Published : 26 Oct 2024, 12:53 AM
দুই সপ্তাহ আগে সভাপতি ও সম্পাদকসহ তিন নেতার নাম প্রকাশ্যে আসার পর এবার ইসলামী ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটির সম্পাদকদের নাম সামনে এসেছে।
শুক্রবার রাত ১১টায় সংগঠনটির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ফেইসবুক পেইজের মাধ্যমে ১৪ সদস্যের কমিটি প্রকাশ করা হয়।
এর আগে গত ১১ অক্টোবর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে প্রকাশ্যে আসে শাখা ছাত্রশিবিরের সভাপতি, সম্পাদক এবং প্রচার ও সাংস্কৃতিক সম্পাদকের নাম। সেদিনও বিশ্ববিদ্যালয় শাখার ফেইসবুক পেইজের মাধ্যমে তাদের নাম জানাজানি হয়।
জগন্নাথে ছাত্রশিবিরের নেতৃত্বে রয়েছেন সভাপতি মোঃ ইকবাল হোসেন শিকদার, যিনি গণিত বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সেক্রেটারি হিসেবে রয়েছেন ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আসাদুল ইসলাম।
ফেইসবুক পেইজে ১৪ জনের নামের তালিকা প্রকাশ করার পর তা শাখা শিবিরের সভাপতি ইকবাল পোস্টটি শেয়ার করেন।
প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহীম আলীও এ পোস্ট শেয়ার করেছেন।
কমিটির অন্যরা হলেন: অফিস সম্পাদক- ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মোঃ রিয়াজুল ইসলাম; বিজ্ঞান, গবেষণা ও আন্তর্জাতিক সম্পাদক- পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নাজমুল হক; প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক- রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইব্রাহীম আলী ও বায়তুলমাল (অর্থ) সম্পাদক- ফিন্যান্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মোঃ শাওন সরদার।
এবার প্রকাশ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি, সেক্রেটারি
এছাড়া দাওয়াহ সম্পাদক- ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মোঃ আরিফুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- ইসলামের ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মাঈন উদ্দিন; স্কুল, বিতর্ক ও তথ্য প্রযুক্তি সম্পাদক- সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র নাহিদ হাসান রাসেল; সমাজসেবা ও ছাত্রকল্যাণ সম্পাদক- নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মোঃ জুবায়ের আহমেদ, আবাসন ও পাঠাগার সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোঃ মাসুম বিল্লাহ, ছাত্র আন্দোলন ও শিক্ষা সম্পাদক- ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শাহিন আহমেদ, এইচআরডি ও ব্যবসায় শিক্ষা সম্পাদক- ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোহাম্মদ জাহেদ এবং আইন সম্পাদক- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র মোঃ সোহাগ আহমেদ।
আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে অন্যান্য শাখার মত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ ছিল না ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের। এমনকি শিবিরের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের হেনস্তার মুখোমুখিও হতে হয়েছে। এতে করে সেবামূলক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন ছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত বিভিন্ন সংগঠনে নিজেদের আত্মগোপনে রাখেন বলে সম্প্রতি জানাজানা হয়েছে।
প্রকাশিত কমিটির অফিস সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম আবৃত্তি সংসদের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং
স্কুল, বিতর্ক ও তথ্য প্রযুক্তি সম্পাদক নাহিদ হাসান রাসেল ছিলেন বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সহ সভাপতির দায়িত্বে।