ধানমন্ডির রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল।
Published : 15 Dec 2024, 12:25 AM
শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্যসন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।
বিশ্ববিদ্যালয় প্রশাসন শনিবার সকালে ধানমন্ডির রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনা সভা আয়োজন করা হয়। সেখানে মূল আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়টির অর্থনীতি গবেষণা প্ল্যাটফর্মের (ইআরপি) পরিচালক ও অর্থনীতি বিভাগের অধ্যাপক আতিকুর রহমান। সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
স্বাগত বক্তব্যে কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আব্দুর রব খান বলেন, “আজকের দিনে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি পাকিস্তানি হানাদারদের দোসরদের হাতে নিহত সকল বুদ্ধিজীবীকে। যে আদর্শের জন্য তাদের জীবন দিতে হয়েছে সে আদর্শকে সামনে রেখেই আমাদের নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
অধ্যাপক আতিকুর রহমান বলেন, “পাকিস্তান সৃষ্টির পর থেকে যারাই বিভিন্ন আন্দোলনে জড়িত ছিলেন, যারা স্বাধিকার আন্দোলনে জড়িত ছিলেন, মুক্তমনা ছিলেন, যারা ভাষা আন্দোলনে জড়িত ছিলেন, স্বাধীন বাংলাদেশে যারা নেতৃত্ব দিতে সক্ষম তাদের সবাইকে চিহ্নিত করে হত্যা করা হয়। এটি শুধু মৃত্যু নয়, এটি ছিল চরম নির্মম বর্বরতা।
“শহীদ বুদ্ধিজীবীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের আরও কাজ করতে হবে। সামাজিক ন্যায়বিচার অর্জনের জন্য কাজ করতে হবে, সাম্যের ভিত্তিতে শোষণমুক্ত ও অর্থনৈতিক ভারসাম্যপূর্ণ সমাজ গড়ে তুলতে কাজ করে যেতে হবে।”
উপাচার্য আবদুল হান্নান চৌধুরী বলেন, “বিজয়ের আগে শত্রুপক্ষের উদ্দেশ্য ছিল এই জাতি স্বাধীন হলেও যেন বুদ্ধিবৃত্তিক বা মেধার দিক থেকে বিকশিত হতে না পারে। এটি ছিলে এমন একটি ক্ষতি যার ফল আমরা জাতি হিসেবে এখনও ভোগ করছি।
“আমরা যদি সাম্প্রতিক জুলাইয়ের গণঅভ্যুত্থানের দিকে তাকাই, তাহলে এটা স্পষ্ট যে জাতি হিসেবে আমরা এখনও সংগ্রাম করছি। একটি স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে আমাদের ১০-১৫ বছর লাগার কারণ কী? এর কারণ লুকিয়ে আছে সেই ক্ষতির দীর্ঘমেয়াদি প্রভাব- আমাদের বুদ্ধিবৃত্তিক ভিত্তির ক্ষতি। যে বুদ্ধিজীবীরা এই জাতিকে পথ দেখাতে পারতেন তাদের আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, যার ফলে আমরা দুর্বল হয়ে পড়েছি এবং স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকারকে কার্যকরভাবে চ্যালেঞ্জ জানাতে পারিনি।”