আগামী এক বছর এই কমিটি দায়িত্ব পালন করবে।
Published : 17 Dec 2024, 11:44 PM
ছাত্র অধিকার পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পেয়েছেন একেএম রাকিব, সাধারণ সম্পাদক হয়েছেন রায়হান হাসান রাব্বি।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি ঘোষণা করেছে গণঅধিকার পরিষদের ছাত্র সংগঠনটি; এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
রাকিব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আর রায়হান একই শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী।
১৭ সদস্যের আংশিক কমিটিতে সহ-সভাপতি মনিরুজ্জামান মনির ও মুহাম্মদ আলমগীর, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহান প্রামাণিক ও ফরহাদ ইবনে বাসিত, সাংগঠনিক সম্পাদক তাওহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক হয়েছেন মো. ফারুক ও রবিউল হাসান নয়ন, দপ্তর সম্পাদক কাজী আহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক অপু মুন্সী, অর্থ সম্পাদক মো. নুহীন ফিল আল আমিন, সহ-অর্থ সম্পাদক হয়েছেন ফাহাদুল ইসলাম নোবেল।
ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আসিফ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদ হাসান হিমেল, আইন বিষয়ক সম্পাদক তামিম হোসেন এবং শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক হয়েছেন রিয়াদ হাসান।
নতুন সভাপতি রাকিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠালগ্ন থেকে আমরা যেভাবে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলেছি, সে ধারা অব্যাহত থাকবে। আমাদের সবচেয়ে বড় এজেন্ডা হল অস্থায়ী আবাসনের ব্যবস্থা ও দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের করার মাধ্যমের শিক্ষার্থীদের সকল সমস্যার স্থায়ী সমাধান।”
সাধারণ সম্পাদক রায়হান হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্র অধিকার পরিষদ নামের জন্মই শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য। আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য আমাদের বিলিয়ে দিব, আগে যেমন কাজ করেছি তার চেয়ে কয়েকগুণ বেশি দায়িত্ব বেড়ে গেল। আমাদের প্রধান শক্তিই আমাদের শিক্ষার্থীরা।”