বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় রদবদল আনতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের দাবির মধ্যে এ ঘোষণা এলো।
Published : 24 Aug 2024, 01:11 AM
দেশে রাজনৈতিক অস্থিরতার মধ্যে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান পদত্যাগ করার পর বেসরকারি বিশ্ববিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় রদবদল আনতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের দাবির মধ্যে এ ঘোষণা এলো।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল মতিন বিজ্ঞপ্তিতে দিয়ে বলেছেন, শনিবার থেকে স্বাভাবিক পরিস্থিতি ফিরে না আসা পর্যন্ত স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
ট্রাস্টি বোর্ড পুনর্গঠনের প্রক্রিয়া চলছে বলেও তথ্য দিয়েছেন রেজিস্ট্রার।
গত ৫ অগাস্ট শেখ হাসিনার সরকার পতনের পর দেশজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অস্থিরতা বিরাজ করছে।
শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের জোরপূর্বক পদত্যাগ করানোর ভিডিওচিত্র সামনে আসার পর তা নিয়ে সমালোচনাও চলছে।
স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অধ্যাপক এম এ হান্নান ফিরোজের স্ত্রী।
গত সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয় চেয়েছিলেন ফাতিনাজ, তবে তা পাননি তিনি।
পদত্যাগের বিষয়ে ফাতিনাজ ফিরোজের বক্তব্য জানতে পারেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
ট্রাস্টি বোর্ডের বিরুদ্ধে আন্দোলনে থাকা স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ নাহিদ নিয়াজীর অভিযোগ, প্রতিষ্ঠানটিতে দুর্নীতি ও স্বজনপ্রীতি চলছিল।
সরকার পতনের পর থেকে তারা বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় পরিবর্তন এনে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি করছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইংরেজি বিভাগের এই শিক্ষক বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধের প্রতিবাদে তারা শনিবার ক্যাম্পাসে কর্মসূচি পালন করবেন।
"আমরা চাই ট্রাস্টি বোর্ড নতুন করে গঠন করা হোক, বিশ্ববিদ্যালয় চলুক। বিশ্ববিদ্যালয় কীভাবে চলবে, সে বিষয়ে আমরা একটি রুপরেখা তৈরি করব। আমরা চাই ইউজিসির মাধ্যমে সঠিক নীতিমালা অনুযায়ী এ প্রতিষ্ঠান চলুক।"