এর আগে তিনি উজবেকিস্তানে ব্রিটিশ ম্যানেজমেন্ট ইউনিভার্সিটিতে একটি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।
Published : 14 Apr 2025, 12:41 AM
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) উপ উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন কানাডীয় শিক্ষাবিদ অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড।
রোববার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন বলে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, আইইউবিতে যোগ দেওয়ার আগে তিনি উজবেকিস্তানের তাসখন্দে ব্রিটিশ ম্যানেজমেন্ট ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট প্রোগ্রাম ও এক্সিকিউটিভ এডুকেশন বিভাগের প্রতিষ্ঠাতা ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।
লুন্ড এশিয়া, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ প্যাসিফিক অঞ্চলের একাধিক বিশ্ববিদ্যালয়ে শীর্ষ পর্যায়ে কাজ করেছেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
তিনি বর্তমানে জনস হপকিন্স ইউনিভার্সিটিতে শিক্ষাক্ষেত্রে উদ্যোক্তা ও নেতৃত্ব বিষয়ে ডক্টর অব এডুকেশন (এডডি) ডিগ্রি সম্পন্ন করছেন। তিনি এমআইটির স্লোন স্কুল অব ম্যানেজমেন্টের আন্তর্জাতিক ফেলো এবং অ্যাকাডেমি অব ম্যানেজমেন্টেরও একজন সদস্য।