প্রকৌশল শিক্ষার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটিতে বিভিন্ন অনুষদের ১৩ বিভাগে স্নাতকে সর্বমোট ১ হাজার ৩০৯ আসন রয়েছে।
Published : 13 Feb 2025, 06:55 PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক শ্রেণির ভর্তিতে চূড়ান্ত লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন ৭ হাজার ৪৬৭ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার বুয়েট ক্যাম্পাসে দুই ধাপে পরীক্ষায় অংশ নেন ভর্তিচ্ছুরা।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম ধাপে সকাল ১০টা হতে দুপুর ১২টা এবং দ্বিতীয় ধাপে দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে প্রাক-নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণরা মূল ভর্তি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ৫ হাজার ৮৯১ জন ছাত্র এবং ১ হাজার ৬৬১ জন ছাত্রী।
বর্তমানে দুই ধাপে বুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথমে প্রাক-নির্বাচনি এবং পরে চূড়ান্ত ধাপে লিখিত পরীক্ষা নেওয়া হয়।
প্রকৌশল শিক্ষার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটিতে বিভিন্ন অনুষদের ১৩ বিভাগে স্নাতকে সর্বমোট ১ হাজার ৩০৯ আসন রয়েছে।
চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমান প্রার্থীদের ফলাফল ৮ মার্চের মধ্যে প্রকাশ করার কথা বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এর আগে গত ২৩ জানুয়ারি ২৪ হাজার ২১১ জন শিক্ষার্থী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির প্রাক-নির্বাচনি পরীক্ষায় অংশ নেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন ভর্তি পরীক্ষা পরিদর্শনকালে বুয়েটের উপাচার্য আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান ও উপ-উপাচার্য আব্দুল হাসিব চৌধুরী শিক্ষার্থীদের মনোযোগ ও মানসিক চাপ বিবেচনায় পরীক্ষার কক্ষে প্রবেশ করেননি।