রোববার গভীর রাত পর্যন্ত সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া, পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ চলে।
Published : 27 Jan 2025, 11:36 AM
গভীর রাতে সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত সরকারি কলেজের সোমবারের সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর পাঠানো জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঢাকা কলেজের অধ্যক্ষের আবেদনের প্রেক্ষিতে সাত কলেজের সোমবারের সব পরীক্ষা স্থগিত করা হল। এই পরীক্ষার তারিখ পরে আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং নীলক্ষেত, নিউ মার্কেট এলাকায় রোববার গভীর রাত পর্যন্ত সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া, পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ চলে।
পরে রাতে ২টার দিকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সোমবারের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত জানায়।
আরেক বিজ্ঞপ্তিতে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
সোমবার সরকারি সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি সভা ডাকার কথা জানিয়ে তিনি বলেন, সভায় শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।
যে সকল বিষয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন, সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।