বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় দিনব্যাপী চলে নানা সাংস্কৃতিক পরিবেশনা।
Published : 11 Feb 2024, 06:30 PM
‘মেঠো ফাগুনের আমন্ত্রণে রাঙা হাসি রাশি রাশি’ স্লোগানে ঋতুরাজ বসন্তকে বরণ করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোক প্রশাসন বিভাগ।
রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত নানা আয়োজনে বসন্ত উৎসব উদযাপন করেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
সকাল ৯টায় বিভাগের সেমিনার কক্ষে শুরু হয় বসন্ত উৎসবের মূল আয়োজন।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আছমা বিনতে ইকবাল বসন্ত উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। এরপর কেক কেটে এবং আবীর মেখে রঙিন বসন্তকে বরণ করে নেয়া হয়।
বসন্ত উৎসব উপলক্ষে লাল, হলুদ, সবুজ, নীল, সাদা, বাসন্তি রঙে সজ্জিত করা হয় বিভাগের করিডোরসহ বিভিন্ন কক্ষ। শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত হোন বসন্তের সাজে। কেউবা আসেন বাসন্তি রঙের শাড়িতে, কেউবা পাঞ্জাবি পরে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান আছমা বিনতে ইকবাল বলেন, “বসন্ত উৎসব মানেই আনন্দমুখর পরিবেশ। বসন্তে ফুল ফুটে, প্রকৃতিতে সতেজতা ফিরে আসে। আমাদের মনও উৎফুল্ল হয়ে ওঠে। বিভাগে এমন জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বসন্ত উৎসব উদযাপন এবারই প্রথম। লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা শুধু পড়াশোনাতেই নয়, খেলাধুলাসহ অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সবাইকে ছাড়িয়ে যাচ্ছে।”
এরপর বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় দিনব্যাপী চলে নানা সাংস্কৃতিক পরিবেশনা। সাংস্কৃতিক পরিবেশনায় শিক্ষকদেরও অংশগ্রহণ উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলে।