বাংলাদেশ শিশু একাডেমিতে ‘স্বপ্ন আঁকো শিশু উৎসবে’ শিশুদের জন্য থাকছে নানা আয়োজন।
Published : 20 Feb 2024, 04:19 PM
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সুপারশপ স্বপ্ন গতবারের মত এবারও আয়োজন করেছে শিশুদের ছবি আঁকার উৎসব।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বপ্ন জানায়, ‘স্বপ্ন আঁকো বর্ণমালায়’ শিরোনামে এ উৎসব তাদের সব আউটলেটে একযোগে চলে।
স্বপ্ন আউটলেট থেকে নির্দিষ্ট আর্ট পেপার সংগ্রহ করে ৪ থেকে ১২ বছর বয়সী শিশুরা সম্প্রতি তাদের আঁকা ছবি জমা দেওয়া শুরু করে। শিশুদের আঁকা সেসব ছবি সংগ্রহের কাজ শেষ হয় গত রোববার।
আগামী বৃহস্পতিবার বাংলাদেশ শিশু একাডেমিতে ‘স্বপ্ন আঁকো শিশু উৎসবে’ সকল অংশগ্রহণকারীর জন্যে থাকছে সার্টিফিকেট এবং পুরস্কার।
সেদিন দেশের বরেণ্য ব্যক্তিরা শিশুদের ছবি নিয়ে আয়োজিত প্রদর্শনী উদ্বোধন করবেন এবং শিশুদের সঙ্গে সময় কাটাবেন বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
প্রদর্শনী ছাড়াও সেদিন ‘স্বপ্ন আঁকো শিশু উৎসবে’ থাকছে নাচ, গান, মঞ্চ নাটক, কার্টুন শো, বিভিন্ন ধরনের গেইমস, বইয়ের স্টল, ফটো বুথসহ নানা আয়োজন।
বাংলাদেশ শিশু একাডেমিতে শিশুরা তাদের পরিবারসহ এ আয়োজনে অংশ নিতে পারবে।