এই ক্যাম্পেইন চলবে ২০ এপ্রিল পর্যন্ত
Published : 16 Apr 2023, 09:14 PM
ঈদ সামনে রেখে মোজো নিয়ে এসেছে ‘মোজো ঈদের খুশি বেশি বেশি’ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে কুইজের উত্তর দিয়ে নিজের, প্রিয়জনের বা সুবিধাবঞ্চিতদের জন্যে ঈদের শপিং ও গিফট জেতার সুযোগ থাকছে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ক্যাম্পেইনের কথা জানিয়েছে মোজো।
১৫ এপ্রিল শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে ২০ এপ্রিল পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেকোনো উৎসবে তারুণ্যের জন্য আয়োজন নিয়ে আসে মোজো। তার ধারাবাহিকতায় এবার ঈদে তারা এই ক্যাম্পেইনটি করছে।
এই ক্যাম্পইেনে মূলত একটি কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে, যেখানে অংশ নিতে ভিজিট করতে হবে mojoeidkhushi.com এই মাইক্রোসাইটটিতে। এই কুইজে অংশ নিতে পারবে সবাই।
কুইজে অংশ নেওয়া ব্যক্তিকে ২০টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ১০ সেকেন্ড সময় থাকবে। যারা ২০টি প্রশ্নের সঠিক উত্তর সবচেয়ে কম সময়ে দিতে পারবে তাদের মধ্য থেকে প্রতিদিন র্সবোচ্চ ২০ জন বিজয়ী নির্বাচন করা হবে।
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব ব্র্যান্ড মার্কেটিং মাইদুল ইসলাম বলেন, “মোজো সবার কাছে গ্রহণযোগ্য একটি ব্র্যান্ড। ঈদে মোজোর ভিন্ন রকমরে ক্যাম্পেইনগুলো ভোক্তাদের কাছে সব সময় খুবই জনপ্রিয় এবং আর্কষণীয় হয়। আমরা আশা করি মোজোর আগের ক্যাম্পইেনগুলোর মতো এই ক্যাম্পইেনেও সবাই অংশগ্রহণ করবে।”