স্থানীয় মুদ্রা টাকায় এটি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশেরও প্রথম কোনো আন্তঃসীমান্ত লেনদেন।
Published : 24 Apr 2024, 01:46 AM
বহুজাতিক কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের (ইউবিএল) পণ্য আমদানির অর্থ পরিশোধ প্রথমবারের মতো ভারতীয় মুদ্রা রুপিতে করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ (এসসিবি)।
স্থানীয় মুদ্রা টাকায় সম্প্রতি এই প্রথম স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ প্রথম কোনো আন্তঃসীমান্ত আমদানি লেনদেন সম্পন্ন করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে বহুজাতিক ব্যাংকটি।
এসসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, "দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারতীয় রুপির ব্যবহার রপ্তানিকারক এবং আমদানিকারক উভয়ের জন্যই দারুণ সুযোগ তৈরি করছে এবং আমরা এ কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে পেরে আনন্দিত।”
রুপি-টাকার এ বাণিজ্যিক লেনদেনের সফল বাস্তবায়ন অন্যান্য কোম্পানির জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে মন্তব্য করে তিনি বলেন, “আমরা এই সুযোগ থেকে শিখতে আগ্রহী এবং আন্তর্জাতিক বাণিজ্যের ভবিষ্যত গঠনে অবদান রাখতে পেরে গর্বিত। এছাড়াও অর্থনৈতিক অগ্রগতি, টেকসই উন্নয়ন ও সামাজিক ক্ষমতায়নে আমাদের প্রচেষ্টার বিশ্বস্ত অংশীদার ইউনিলিভার বাংলাদেশের সঙ্গে প্রথমবারের মতো ভারতীয় রূপিতে আমদানি লেনদেন সম্পন্ন করতে পেরে আমরা একইভাবে আনন্দিত।”
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের (ইউবিএল) চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার বলেন, “আমি আনন্দিত যে, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ভারতীয় রূপিতে লেনদেনের এই কার্যক্রমে শুধু ডলারের ওপর নির্ভরশীলতাই কমবে না, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপও কমবে।”
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্ট্যান্ডার্ড চার্টার্ডের বৈশ্বিক নেটওয়ার্ক এবং আঞ্চলিক শক্তির কারণে ব্যাংকটি নিরবচ্ছিন্নভাবে রুপি ও টাকায় অর্থাৎ দুই দেশের স্থানীয় মুদ্রায় লেনদেন এবং বাণিজ্য সক্ষমতা প্রদান করতে সফল হয়েছে, যা দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যকে ত্বরান্বিত করবে।