ঢাকার উত্তরা ও বসুন্ধরা আবাসিক এলাকায় ফাস্টফুডের এ চেইনের বিক্রয়কেন্দ্র রয়েছে।
Published : 22 Oct 2023, 06:44 PM
প্রাণ গ্রুপের ফাস্টফুড চেইন ‘ফ্রাই বাকেট’ এখন ঢাকার বনশ্রীতে।
বনশ্রীর ডি ব্লকে সম্প্রতি নতুন এ কেন্দ্র চালু করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।
এর আগে ঢাকার উত্তরা ও বসুন্ধরা আবাসিক এলাকায় ফাস্টফুডের এ চেইনের বিক্রয়কেন্দ্র চালু করা হয়েছে বলে জানিয়েছে প্রাণ গ্রুপ।
নতুন এ বিক্রয়কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফ্রাই বাকেট এর নির্বাহী পরিচালক অনিমেষ সাহা। এসময় ফ্রাই বাকেটের ডেপুটি জেনারেল ম্যানেজার রাশেদুল ইসলাম, হেড অব মার্কেটিং আনিসুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফাস্ট ফুড প্রেমীদের জন্য ফ্রাইড চিকেনসহ বিভিন্ন মজাদার খাবার পরিবেশন করতে ‘ফ্রাই বাকেট’ চালু করে দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ।
অনিমেষ সাহা বলেন, “দেশে ফাস্ট ফুড প্রেমীর সংখ্যা দিন দিন বাড়ছে। আমাদের লক্ষ্য বিশ্বের নামিদামি ফাস্ট ফুড ব্র্যান্ডের মতো ফ্রাই বাকেটকে প্রতিষ্ঠা করা। সে লক্ষ্যে রাজধানীতে ফ্রাই বাকেটের নতুন নতুন শোরুম চালু হচ্ছে।”