ঢাকা থেকে ভারতের চেন্নাই রুটে ফ্লাইটের টিকেট বিক্রি শুরু করেছে বাংলাদেশ বিমান।
সোমবার থেকে ওই ফ্লাইটের টিকিট বিক্রি শুরু হয়েছে বলে বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বেলা ১১টায় বিমানের সব ডিস্ট্রিবিউশন চ্যানেল একযোগে চেন্নাই ফ্লাইটের টিকেট বিক্রির জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
যাত্রীরা বিমানের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, বিমানের যেকোনো সেলস সেন্টার, অনুমোদিত ট্রাভেল এজেন্ট এবং বিমানের কল সেন্টারে (০১৯৯০৯৯৭৯৯৭) কল করে টিকেট কিনতে পারবেন।
১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন চেন্নাইয়ে উড়াল দেবে বিমানের প্রথম ফ্লাইটটি।
ঢাকা-চেন্নাই রুটে সব ধরনের ট্যাক্সসহ ইকোনমি ক্লাসের একমুখি সর্বনিম্ন ভাড়া জনপ্রতি ১৫ হাজার ৫২০ টাকা থেকে শুরু হবে এবং রিটার্ন টিকেটের ভাড়া শুরু হবে ২৬ হাজার ৬৩৫ টাকা থেকে।
ট্যাক্সসহ বিজনেস ক্লাসে একমুখি সর্বনিম্ন ভাড়া ৩৭ হাজার ৬২৪ টাকা এবং রিটার্ন টিকেটের ভাড়া শুরু হবে ৬১ হাজার ৯৯৫ টাকা থেকে।
সময় ও চাহিদা বিবেচনায় ভাড়ার পরিমাণ কম-বেশি হতে পারে। বোয়িং-৭৩৭ সিঙ্গেল আইল উড়োজাহাজ দিয়ে এই রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান।
ঢাকা থেকে বিমানের ফ্লাইট প্রতি শনি, সোম ও বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে চেন্নাই যাত্রা করবে। একই দিনগুলোতে চেন্নাই থেকে স্থানীয় সময় বিকাল ৪টা ১৫ মিনিটে যাত্রা করে ঢাকায় পৌঁছবে সন্ধ্যা সাড়ে ৭টায়।