বিকাশে মোবাইল রিচার্জে মিলছে ১০০% ক্যাশব্যাক

গত ১ মে থেকে যারা লেনদেন করেননি, কেবল তারাই পাবেন এ ‍সুযোগ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2023, 01:22 PM
Updated : 16 Nov 2023, 01:22 PM

বিকাশ থেকে নিজের বা প্রিয়জনের যেকোনো নম্বরে ২৫ টাকা মোবাইল রিচার্জ করলে সঙ্গে সঙ্গে ২৫ টাকা ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহকরা।

এভাবে একজন গ্রাহক চারবারে সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক পাবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে।

তবে শর্ত হচ্ছে- যেসব বিকাশ গ্রাহক গত ১ মে থেকে এখন পর্যন্ত বিকাশ দিয়ে কোনো প্রকার আর্থিক লেনদেন করেননি, এই অফারটি পাবেন কেবল তারাই। অফারটি দিনে একবার উপভোগ করা যাবে।

১০ নভেম্বর থেকে শুরু হওয়া এই অফারটি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।