বইমেলার শেষ দিন পর্যন্ত মেলা ও অনলাইনে কেনা বইয়ে এ ছাড় পাওয়া যাবে।
Published : 20 Feb 2024, 08:00 PM
বইমেলার পাশাপাশি কয়েকটি অনলাইন বুকশপ থেকে বিকাশে অর্থ পরিশোধে গ্রাহকরা পাচ্ছেন ১০০ টাকা পর্যন্ত ‘ক্যাশব্যাক’।
এবারের বইমেলার শেষ দিন পর্যন্ত এ ক্যাম্পেইনে গ্রাহকরা প্রথমা, বইফেরী, ওয়াফিলাইফ, সেলিম প্রকাশনী, কাব্যিক অডিওবুক ও পডকাস্ট থেকে বই কেনার সময় বিকাশ পেমেন্টে এ ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন বলে মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানিটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে।
ক্যাশব্যাক পেতে গ্রাহককে বিকাশ অ্যাপ, *২৪৭# ডায়াল করে অথবা পেমেন্ট গেইটওয়ে ব্যবহার করে অর্থ পরিশোধ করতে হবে। এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে কোম্পানির ওয়েবসাইটে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বইমেলা থেকে বই কেনার সময় বিকাশ অ্যাপে ‘MELA24’ কুপন কোড যোগ করে পরিশোধ করল মিলবে ১০ শতাংশ, সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ছাড়।
একইভাবে ইউএসএসডি এর মাধ্যমে পরিশোধে পাওয়া যাবে ৫ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত।