প্রতারণা এড়াতে কারুশিল্পীদের প্রশিক্ষণ দিল বিকাশ

আয়েশা আবেদ ফাউন্ডেশনের প্রায় পাঁচ হাজার কারুশিল্পীকে এ প্রশিক্ষণ দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2023, 02:35 PM
Updated : 19 Oct 2023, 02:35 PM

প্রতারণার ঝুঁকি এড়িয়ে নিরাপদে ডিজিটাল আর্থিক লেনদেন করার বিষয়ে কারুশিল্পীদের সচেতন করতে প্রশিক্ষণ দিয়েছে মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি (এমএফএস) বিকাশ।

আয়েশা আবেদ ফাউন্ডেশনের বিভিন্ন জেলাসহ প্রায় পাঁচ হাজার কারুশিল্পীকে এ প্রশিক্ষণ দেওয়া হয় জানিয়ে বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, নিরাপদে মোবাইল আর্থিক সেবা ব্যবহার করে লেনদেনে আরও সক্ষমতা ও স্বাধীনতা কীভাবে আনা যায় সে বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারুশিল্পীদের মজুরি বিকাশ হিসাবের মাধ্যমে পরিশোধ করে আয়েশা আবেদ ফাউন্ডেশন। মজুরি পাওয়া এসব কারুশিল্পী যেন প্রতারণামূলক কার্যক্রমের সম্ভাব্য লক্ষ্যে পরিণত না হন, প্রলোভন বা ভয় দেখিয়ে কিংবা অন্য কোন কৌশলে হিসাবের গোপন পিন বা ফোনে আসা ওটিপি জানতে না পারে তা ছিল প্রশিক্ষণের প্রতিপাদ্য।

ফাউন্ডেশনটি ১৪টি জেলায় প্রায় ৩০ হাজার কারুশিল্পী নিয়ে কাজ করছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।