বিইআরসির চেয়ারম্যান বলেন, “আন্তর্জাতিক বাজারদর অপরিবর্তিত থাকলেও ডলার ঊর্ধ্বমুখী হওয়ায় দাম বেড়েছে।”
Published : 03 Dec 2023, 03:58 PM
কাঁচামালের দাম অপরিবর্তিত থাকলেও ডলারের বিপরীতে টাকার মান কমার কারণ দেখিয়ে ডিসেম্বর মাসে রান্নায় ব্যবহৃত তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম কেজিতে প্রায় দুই টাকা করে বাড়ানো হয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মো. নূরুল আমিন রোববার এই নতুন দর ঘোষণা করে জানান, ডিসেম্বরে প্রতি কেজি এলপিজির দাম হবে ১১৭ টাকা ০২ পয়সা,যা নভেম্বরে ১১৫ টাকা ০৯ পয়সা ছিল।
সেই হিসাবে সবচেয়ে বেশি প্রচলিত এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম ২৩ টাকা বেড়ে ১৪০৪ টাকা হয়েছে, যা নভেম্বর মাসে ছিল ১৩৮১ টাকা। একই হারে এলপিজির অন্যান্য সিলিন্ডারের দামও ঠিক করা হয়েছে।
ডিসেম্বর মাসের জন্য সৌদি আরামকো ঘোষিত সিপি অনুযায়ী এলপিজির কাঁচামাল প্রোপেন ও বিউটেনের মিশ্রনের গড় মূল্য ধরা হয়েছে প্রতি টন ৬১৬ দশমিক ৫০ ডলার, যা আগের মাস নভেম্বরেও একই ছিল।
বিইআরসির চেয়ারম্যান বলেন, “আন্তর্জাতিক বাজারদর অপরিবর্তিত থাকলেও ডলার ঊর্ধ্বমুখী হওয়ায় দাম বেড়েছে। গতমাসে ডলারের গড় দর ছিল ১১৩ টাকা ৯২ পয়সা, যা চলতি মাসে কিছুটা বাড়িয়ে ১১৬ টাকা ৩৯ পয়সা ধরা হয়েছে।
ডিসেম্বর মাসের জন্য রেটিকুলেটেড এলপিজির দাম ধরা হয়েছে প্রতিকেজি ১১৩ টাকা ২০ পয়সা। আর যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম ধরা হয়েছে প্রতি লিটার ৬৪ টাকা ৪৩ পয়সা।