“সমাজের অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলো যদি তাদের অবস্থান থেকে সাধ্য অনুযায়ী এভাবে এগিয়ে আসে তাহলে এই ঈদে সব সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব।”
Published : 04 Apr 2024, 07:23 PM
রোজার ঈদ সামনে রেখে চেইন শপ মীনা বাজার সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে মীনা বাজার জানিয়েছে, বৃহস্পতিবার উত্তরা, মিরপুর ও ধানমন্ডি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের বাজার পৌঁছে দিয়েছে তারা।
মীনা বাজার ভবিষ্যতেও এমন উদ্যোগ চলমান রাখবে বলে বিজ্ঞপ্তিতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
সেখানে বলা হয়, “মীনা বাজার বিশ্বাস করে সমাজের প্রতিটি মানুষ ঈদের আনন্দে অংশ নিতে পারে, নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একত্রিত হতে পারে এবং এটি সমাজকে উন্নতির পথে এগিয়ে নিতে সাহায্য করে।”
মীনা বাজারের সিওও আহমেদ শোয়েব ইকবাল বলেন, “সমাজের অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলো যদি তাদের অবস্থান থেকে সাধ্য অনুযায়ী এভাবে এগিয়ে আসে তাহলে এই ঈদে সব সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব।”