উৎপাদন, ব্যবসা ও সেবা–এ তিন খাতে তিনটি করে মোট নয়টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করবে এনবিআর।
Published : 05 Dec 2023, 04:25 PM
দেশের শীর্ষ ভ্যাট দাতাদের তালিকায় উঠে এসেছে মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি নগদ।
সেবা খাতে নগদকে ২০২১-২২ অর্থবছরে অন্যতম সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধকারী কোম্পানি হিসেবে ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
নগদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১০ ডিসেম্বর রোববার ভ্যাট দিবস পালন করা হবে। এ দিন নগদসহ অন্যান্য সেরা ভ্যাট দাতা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে। শীর্ষ ভ্যাট দাতাদের হাতে পুরস্কার তুলে দেবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বিদায়ী অর্থবছরে উৎপাদন, ব্যবসা ও সেবা–এ তিন খাতে তিনটি করে মোট নয়টি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধকারী প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত করছে এনবিআর।
২০১৯ সালে ২৬ মার্চ মোবাইলে আর্থিক সেবা দেওয়া শুরু করে নগদ। বর্তমানে সাড়ে আট কোটি গ্রাহক নগদের সেবা নিচ্ছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।