খাদ্য বাদে অন্যান্য খাতে মূল্যস্ফীতির হার জুলাইয়ের চেয়ে কমেছে।
Published : 09 Feb 2024, 06:37 PM
দুই মাস কমার পর খাদ্য খাতে মূল্যস্ফীতি এক ধাক্কায় বেড়ে গেছে অনেকটা, আর তাতে গেল অগাস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতির হার পৌঁছে গেছে ১০ শতাংশের কাছাকাছি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো রোববার হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, এ বছর অগাস্টে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ, যা গতবছর অগাস্টে ৯ দশমিক ৫২ শতাংশ ছিল।
অর্থাৎ গত বছরের অগাস্ট মাসে দেশে যে পণ্য বা সেবা ১০০ টাকায় পাওয়া যেত সেই পণ্য বা সেবা পেতে এ বছর অগাস্ট মাসে ১০৯ টাকা ৯২ পয়সা খরচ করতে হয়েছে।
এর মধ্যে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে সবচেয়ে বেশি। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে অগাস্টে মূল্যস্ফীতি হয়েছে ১২ দশমিক ৫৪ শতাংশ, যা গত বছর অগাস্টে ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ। এ বছর জুলাই মাসেও এই খাতে ৯ দশমিক ৭৬ শতাংশ মূল্যস্ফীতি হয়েছিল।
তবে খাদ্য বাদে অন্যান্য খাতে মূল্যস্ফীতির হার জুলাইয়ের চেয়ে কমেছে। এ বছর জুলাইয়ে খাদ্য বহির্ভূত খাতে ৯ দশকি ৪৭ শতাংশ মূল্যস্ফীতি হয়েছিল। অগাস্টে তা হয়েছে ৭ দশমিক ৯৫ শতাংশ। গত বছর অগাস্টে এই হার ৮ দশমিক ৮৫ শতাংশ ছিল।
গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতির হার পৌঁছেছে ৯ দশমিক ৯৮ শতাংশে, আর শহর এলাকায় ৯ দশমিক ৬৩ শতাংশ।
গ্রাম ও শহর দুই অঞ্চলেই খাদ্য মূল্যস্ফীতি গেল মাসে ১২ শতাংশের উপরে ছিল।
গ্রামে খাদ্য বহির্ভূত খাতে মূ্ল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশের নিচে থাকলেও শহর এলাকায় এই হার সাড়ে ৮ শতাংশের কাছাকাছি।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)