প্রতিযোগিতার বিজয়ীরা লন্ডনে ইউনিলিভারের গ্লোবাল ট্যালেন্ট প্ল্যাটফর্ম- ফিউচার লিডার্স লিগ-২০২৪ (এফএলএল) এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।
Published : 18 Nov 2023, 08:25 PM
ইউনিলিভারের ফ্ল্যাগশিপ ব্যবসা বিষয়ক প্রতিযোগিতা ‘বিজমায়েস্ত্রোজ’ এ এবার চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) একটি দল।
চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন- শুভাশীষ চক্রবর্তী, মাশরিফ হাসান আদিব ও আবির এরশাদ।
প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এবং দ্বিতীয় রানার আপ হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) এর একটি দল।
ঢাকায় আয়োজিত চূড়ান্ত প্রতিযোগিতায় শীর্ষ পাঁচ প্রতিযোগীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াইয়ের পর চ্যাম্পিয়ন হয়েছে আইবিএ বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রতিযোগিতার বিজয়ীরা যুক্তরাজ্যের লন্ডনে ইউনিলিভারের গ্লোবাল ট্যালেন্ট প্ল্যাটফর্ম- ফিউচার লিডার্স লিগ-২০২৪ (এফএলএল) এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।
চূড়ান্ত পর্বে জুরি ছিলেন ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক, ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, এসবিকে টেক ভের্ঞ্চাস এর প্রতিষ্ঠাতা সোনিয়া বশির কবির, ইউবিএল এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক কেএসএম মিনহাজ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বিজমায়েস্ত্রোজ’ এর মাধ্যমে স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীরা ইউনিলিভারের বিভিন্ন ব্র্যান্ডের ব্যবসার কেস স্টাডি সম্পর্কে জানা-বোঝার সুযোগ পায়।
এ প্রতিযোগিতার তিনটি চ্যালেঞ্জিং ও প্রতিযোগিতামূলক পর্বের মধ্যে প্রথম পর্ব অনলাইনে অনুষ্ঠিত হয়, যেখানে সারা দেশ থেকে প্রায় ২০০টি দল আবেদন পাঠায়।
দ্বিতীয় পর্বে জয়ী হয়ে ১০০ জন শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত ৩০টি দল ইউনিলিভারের সিনিয়র ম্যানেজমেন্টের কাছ থেকে হাতে-কলমে শেখার সুযোগ পায়।