যাত্রা করল আকিজ বশির গ্রুপ

আকিজ গ্রুপের যেসব কোম্পানি এতদিন এর এমডি বশিরের নিয়ন্ত্রণে ছিল, পাশাপাশি গ্রুপের বাইরে তার নিজের মালিকানাধীন যেসব কোম্পানি রয়েছে, সবগুলো প্রতিষ্ঠান এখন আকিজ বশির গ্রুপে নামে এক ছাতার নিচে এল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2023, 03:02 PM
Updated : 6 March 2023, 03:02 PM

বাবা শেখ আকিজ উদ্দিনের ‘দেখানো পথ ধরে’ আকিজ বশির গ্রুপের যাত্রা করলেন ব্যবসায়ী শেখ বশির উদ্দিন। 

আকিজ গ্রুপের যেসব কোম্পানি এতদিন এর এমডি বশিরের নিয়ন্ত্রণে ছিল, পাশাপাশি গ্রুপের বাইরে তার নিজের মালিকানাধীন যেসব কোম্পানি রয়েছে, সবগুলো প্রতিষ্ঠান এখন আকিজ বশির গ্রুপে নামে এক ছাতার নিচে এল। 

সোমবার রাজধানীর একটি হোটেলে এ শিল্পগোষ্ঠীর উদ্বোধনী অনুষ্ঠান হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

সেখানে বলা হয়, আকিজ বশির গ্রুপ সিরামিকস, স্যানিটারি ও বাথওয়্যার, টেবিলওয়্যার, পার্টিক্যাল বোর্ড, বিওপিপি, সিওপিপি ও পিইটিটি ফিল্ম, পাট, ইস্পাত ও চা উৎপাদন করবে। এছাড়া মালয়শিয়ায় এমডিএফ ও এইচডিএফ ফ্লোরিং ইন্ডাস্ট্রিজও রয়েছে এ গ্রুপের অধীনে। 

অনুষ্ঠানে শেখ বশির উদ্দিন বলেন, “আমার বাবা, শেখ আকিজ উদ্দিন ছিলেন দৃঢ়, অদম্য এবং দারুণ অধ্যবসায়ী একজন মানুষ। নিরলস চেষ্টা, পরিশ্রম, সততা আর ভিন্নধর্মী চিন্তাধারাকে কাজে লাগিয়ে তিনি বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে সবার কাছে সুপরিচিত। তার কাজের মধ্য দিয়ে উন্নয়নশীল বাংলাদেশের উদ্যোক্তাদের মধ্যে তিনি তৈরি করে গেছেন সাফল্যের চেতনা। 

“নতুন প্রজন্মকে সামনে এগিয়ে নিয়ে যেতে বাবা রেখে গেছেন তার অসাধারণ মতাদর্শ। বাবার দেখানো পথ এবং আদর্শ নিয়েই শুরু হল আমাদের এই নতুন যাত্রা। আমার বিশ্বাস, আগামীকে ছাড়িয়ে যাওয়ার প্রয়াসে নিরলস কাজ করে যাবে আকিজ বশির গ্রুপ।” 

আকিজ বশির গ্রুপের চেয়ারম্যান মনোয়ারা বেগম এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।