তিন মাসের জন্য আমদানির অনুমতি বহাল থাকবে।
Published : 26 Jun 2023, 09:04 PM
ব্যবসায়ীদের আগ্রহের পরিপ্রেক্ষিতে কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমতি দিয়েছে সরকার।
কৃষি মন্ত্রণালয় থেকে জানান হয়েছে, সোমবার থেকে কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমতি বা আইপি দেওয়া শুরু হয়েছে।
প্রথম দিনে ৩০টি আইপির বিপরীতে ১১ হাজার ৬০০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। একই দিনে ৬৮টি আইপির বিপরীতে ৫৫ হাজার ৬০০ টন টমেটো আমদানির সুযোগ দেওয়া হয়েছে।
সাধারণত ভারী বর্ষণের সময় কাঁচা মরিচের দাম বাড়লেও এবার স্বাভাবিক আহ্বাওয়ার মধ্যেই মরিচের দাম বেড়ে গেছে।
কোরবানির ঈদের আগে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৩০০ টাকা ছাড়িয়েছে, কোথাও কোথাও ৪০০ টাকায়ও উঠেছে। যে পণ্যের দাম সাধারণত ১০০ টাকার আশেপাশে থাকে।
সোমবার অনলাইন গ্রোসারি চালডালের ওয়েবসাইটে দেখা যায়, আধা কেজি টমেটো ৬৯ টাকা আর আড়াইশ গ্রাম কাঁচা মরিচ ৮৯ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ কাঁচা মরিচের কেজি ৩৬০ টাকা আর টমেটোর কেজি ১৪০ টাকা।
বাংলাদেশে টমেটো শীতকালীন সবজি হলেও এখন খাদ্যাভ্যাস পরিবর্তনের কারণে সারাবছরই পণ্যটির চাহিদা থাকছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার বিভাগের পরিচালক কে জে এম আব্দুল আউয়াল বলেন, বাংলাদেশে এখনও সারা বছর টমেটো চাষের প্রকল্প সফল করা যায়নি। তবে প্রক্রিয়া চলছে। অন্যদিকে ভারতে একেক রাজ্যে একেক রকম আবহাওয়া থাকায় সারা বছরই টমেটো পাওয়া যায়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগোনিরোধ শাখার উপ পরিচালক (আমদানি) মুহাম্মদ লিয়াকত হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কী কারণে মরিচের দাম বাড়ছে, বোধগম্য নয়। তবে আশা করি, আমদানি শুরু হলে দাম স্বাভাবিক হয়ে আসবে।”
গত বছর ছয় মাসের আইপি ইস্যু করলেও এবার তিন মাসের জন্য দেওয়া হচ্ছে।
এবার দাম সহনীয় পর্যায়ে এলে আবার আমদানির অনুমতি বন্ধ করে দেওয়া হবে বলে জানান লিয়াকত।