এতে দেড়শ জন রোগী নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ পাবে।
Published : 20 Dec 2023, 09:24 PM
টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে একটি অক্সিজেন প্ল্যান্ট স্থাপনে অর্থায়ন করেছে বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।
এতে নির্ভরযোগ্য ও স্বয়ংসম্পূর্ণ অক্সিজেন সরবরাহ নিশ্চিত হওয়ায় রোগীরা সেবা পাবেন এবং হাসপাতালের সক্ষমতা ও কার্যকারিতা বাড়বে বলে বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্ট্যার্ন্ডার্ড চার্টার্ড বাংলাদেশ (এসসিবি)।
এতে বলা হয়, স্বাভাবিক সময়ে বা জরুরিভিত্তিতে এ অক্সিজেন প্ল্যান্ট থেকে ১৫০ জন রোগী প্রতি মিনিটে ৬০০ লিটার নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ পাবে। প্রেসার সুইং অ্যাডস্পর্শন (পিএসএ) মেডিকেল অক্সিজেন জেনারেশন প্ল্যান্টটি স্থাপন
যেকোনো কমিউনিটি হাসপাতালের জন্য গেম-চেঞ্জার হিসেবে বিবেচিত হয়।
এ বিষয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এর প্রধান নির্বাহী নাসের এজাজ বিজয় বলেন, “স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও সংস্থার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি স্বাস্থ্যকর জনগোষ্ঠী গড়ে তোলা সম্ভব বলে স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিশ্বাস। দাতব্য সংস্থা কুমুদিনী হাসপাতালে অক্সিজেনের স্থিতিশীল ও নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করতে পেরে আমরা গর্বিত।
“পিএসএ অক্সিজেন প্ল্যান্টের মাধ্যমে সাশ্রয়ীভাবে হাসপাতাল দরিদ্র রোগীদের বিনামূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা সরবরাহ নিশ্চিত করতে করবে।”
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা বলেন, “আমাদের জনগোষ্ঠীর অগ্রগতি এবং তাদের সেবা প্রদানের জন্য কুমুদিনী অংশীদারিত্বে বিশ্বাস করে। স্ট্যান্ডার্ড চার্টার্ড কর্তৃক এই সহায়তা আমাদের কাজকে আরও সহজ করে তুলবে এবং রোগীদের জন্যও ভীষণ কল্যাণজনক হবে।”
১৯৪৭ সালে প্রতিষ্ঠিত কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অফ বেঙ্গল (বিডি) লিমিটেড স্থাপিত কুমুদিনী হাসপাতালে আনুমানিক সাড়ে তিন লাখ রোগী বার্হিবিভাগ ও ৪৮ হাজার রোগী অভ্যন্তরীণভাবে স্বাস্থ্যসেবা পেয়ে থাকে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২২ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, টিএমএসএস মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল এবং ইউনাইটেড ট্রাস্ট এম এ রশিদ হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট স্থাপনে সহায়তা করেছে।