একাধিক গাড়ি থাকলে গুনতে হবে পরিবেশ সারচার্জ

এ সম্পদকরের পরিমাণ প্রস্তাব করা হয়েছে ২৫ হাজার থেকে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2023, 03:07 PM
Updated : 1 June 2023, 03:07 PM

বাসায় একটি গাড়ি আছে, আরেকটি কিনতে চাইছেন কিংবা ইতোমধ্যে একাধিক গাড়ি আছে আপনার নামে, তাহলে নতুন বছরে আপনাকে গুনতে হবে পরিবেশ সারচার্জ।

ইঞ্জিনের ক্ষমতাভেদে এই সম্পদকরের পরিমাণ প্রস্তাব করা হয়েছে ২৫ হাজার থেকে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে এই প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বাজেট প্রস্তাবে বলা হয়েছে, কোনো করদাতার নামে একাধিক মোটরগাড়ি (কার, জিপ ও মাইক্রোবাস) থাকলে একের অধিক প্রত্যেকটি গাড়ির জন্য পরিবেশ সারচার্জ দিতে হবে। প্রস্তাবিত এ হার হচ্ছে-

·        ১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াট পর্যন্ত প্রতিটি গাড়ির জন্য সারচার্জ ২৫ হাজার টাকা।

·        ১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াট থেকে ২০০০ সিসি বা ১০০ কিলোওয়াটের মধ্যে ক্ষমতাসম্পন্ন গাড়ির ক্ষেত্রে সারচার্জ দিতে হবে ৫০ হাজার টাকা।

·        ২০০০ সিসি বা ১০০ কিলোওয়াট থেকে ২৫০০ সিসি বা ১২৫ কিলোওয়াটের মধ্যে ক্ষমতাসম্পন্ন প্রতিটি গাড়ির ক্ষেত্রে পরিবেশ সারচার্জ দিতে হবে ৭৫ হাজার টাকা।

·        ২৫০০ সিসি বা ১২৫ কিলোওয়াট থেকে ৩০০০ সিসি বা ১৫০ কিলোওয়াট ক্ষমতার প্রতিটি গাড়ির জন্য পরিবেশ সারচার্জ দিতে হবে দেড় লাখ টাকা।

·        ৩০০০ সিসি বা ১৫০ কিলোওয়াট থেকে ৩৫০০ সিসি বা ১৭৫ কিলোওয়াটের প্রতিটি গাড়ির জন্য পরিবেশ সারচার্জ প্রস্তাব করা হয়েছে দুই লাখ টাকা।

·        ৩৫০০ সিসি বা ১৭৫ কিলোওয়াটের ঊর্ধ্বে প্রতিটি গাড়ির জন্য দিতে হবে সাড়ে ৩ লাখ টাকা।