অনিল কেজরিওয়াল ব্যাংকের কান্ট্রি ম্যানেজমেন্ট টিম এবং ব্যাংকের গ্লোবাল হেড অব নিউ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং হিসেবেও কাজ করবেন।
Published : 06 Feb 2024, 06:06 PM
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) পদে যোগ দিয়েছেন অনিল কেজরিওয়াল।
তিনি ব্যাংকের কান্ট্রি ম্যানেজমেন্ট টিমেও যোগ দেবেন বলেও এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংকটি।
পাশাপাশি ব্যাংকের গ্লোবাল হেড অব নিউ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং হিসেবেও তিনি ভূমিকা অব্যাহত রাখবেন।
অনিল কেজরিওয়াল ২০০৬ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ইন্ডিয়াতে হোলসেল ব্যাঙ্কিং ফর সাউথ এশিয়ার হেড অব ফাইন্যান্স হিসেবে যোগ দেন।
এরপর ২০১২ সালে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড সিঙ্গাপুরে কাজ শুরু করেন। সেখানে তিনি দীর্ঘ ১২ বছর ক্লায়েন্ট কভারেজের জন্য গ্লোবাল চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, কর্পোরেট ফাইন্যান্স প্রোডাক্ট এবং প্রিন্সিপাল ফাইন্যান্স হিসেবে দায়িত্ব পালন করেন।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক জানিয়েছে, অনিল কেজরিওয়াল ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়ার একজন প্রাক্তনী। স্ট্যান্ডার্ড চার্টার্ডে আসার আগে তিনি মুম্বাই ও বেঙ্গালুরুতে কেপিএমজিতে ১২ বছর কাজ করেন।
তিনি ব্যাংকটির গ্রাহক ও সহকর্মী মূল্যায়নে বিশেষ ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয়।
তিনি বলেন, “অনিল কেজরিওয়ালের দক্ষতা, দূরদর্শী ব্যবসায়িক বিচক্ষণতা এবং বলিষ্ঠ নেতৃত্ব ব্যাংকের লক্ষ্য অর্জনে সহায়তা করবে।”