পরিকল্পনা অনুযায়ী বহুতল ভবনটির কাজ শেষ হওয়ার কথা ২০২৮ সালে।
Published : 25 May 2024, 11:31 PM
ঢাকার তেজগাঁওয়ে তৈরি হচ্ছে ৩৮ তলাবিশিষ্ট একটি বাণিজ্যিক ভবন, যেটির নির্মাণকাজ সম্পন্ন হলে এটি হবে দেশের অন্যতম ‘উঁচু ও আকর্ষণীয়’ স্থাপনা বলে দাবি করেছে নির্মাতা কোম্পানি শান্তা হোল্ডিংস লিমিটেড।
নির্মাণাধীন ভবনটির নাম দেওয়া হয়েছে ‘ঢাকা টাওয়ার’, যার মোট উচ্চতা দাঁড়াবে ৫০০ ফুট এবং আয়তন হবে ১৫ লাখ বর্গফুট বলে বিজ্ঞপ্তিতে বলেছে বেসরকারি আবাসন ও ভবন নির্মাণ কোম্পানি শান্তা হোল্ডিংস।
এতে বলা হয়েছে, শুক্রবার রাতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘ঢাকা টাওয়ার’ এর নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে, পরিকল্পনা অনুযায়ী যা শেষ হওয়ার কথা ২০২৮ সালে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন।
শান্তা হোল্ডিংস বলেছে, ঢাকা টাওয়ারের নকশা করেছে নেদারল্যান্ডসের স্থাপত্য প্রতিষ্ঠান ‘অফিস ফর মেট্রোপলিটন আর্কিটেকচার-ওএমএ’।
ভবনটিতে থাকবে আধুনিক সব সুযোগ-সুবিধা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তেজগাঁওয়ে হাতিরঝিল লেকমুখী ঢাকা টাওয়ারে একই সময়ে ৭২৪টি গাড়ি রাখার ব্যবস্থা থাকবে। পার্কিং স্বাচ্ছন্দ্য করবে ছয়তলা বেসমেন্ট।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নকশা অনুযায়ী, ঢাকা টাওয়ারে থাকবে ১৩০ ফুট উচ্চতার একটি প্রদর্শনী হল, তার ঠিক নিচেই অভিজাত রেস্তোরাঁর সঙ্গে যুক্ত থাকবে সবার জন্য উন্মুক্ত দুই ধাপের একটি পর্যবেক্ষণ ডেক, যেখান থেকে ঢাকাকে দেখা যাবে।
টাওয়ারের নিচের পোডিয়াম অংশে থাকবে ব্যাংক, এটিএম বুথ, ফুড কোর্ট, ক্যাফে ও শোরুমসহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা।
নিরাপত্তাকে সবার আগে গুরুত্ব দেওয়ার কথা বলে শান্তা হোল্ডিংস বলেছে, সার্ভিস ও দমকলের জন্য আলাদা লিফটসহ দ্রুতগতির লিফট থাকবে মোট ২১টি। আরও থাকবে সিঙ্গাপুরের ইগনেসিস কনসালট্যান্টসের নকশা করা অত্যাধুনিক অগ্নিনির্বাপক ও ধোঁয়া শনাক্তকরণ ব্যবস্থা, সমন্বিত ভবন ব্যবস্থাপনা, কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থা।
ভবনের মেকানিকাল, ইলেক্ট্রিক্যাল, প্লাম্বিং ও ফ্যাসাডের নকশা করেছে সিঙ্গাপুরের মাইনহার্ট গ্রুপ।
এরই মধ্যে নির্মাণাধীন ঢাকা টাওয়ারে ‘ফ্লোর স্পেস’ বুকিং নেওয়া শুরু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।