Published : 14 Aug 2023, 06:34 PM
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য।
ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক সোমবার গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষৎ করে এই আগ্রহের কথা প্রকাশ করেন।
বাসস জানিয়েছে, বৈঠকে বাংলদেশের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণে যুক্তরাজ্যের অবস্থান তুলে ধরেন ব্রিটিশ হাই কমিশনার কুক।
শেখ হাসিনার সঙ্গে সারাহ কুকের বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়নে, বিশেষ করে নারী শিক্ষার প্রচেষ্টায় যুক্তরাজ্য তাদের সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কুক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার উপরে জোর দেন বৈঠকে।
তিনি বলেন, “রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের যথাযথ মনোযোগ মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসনকে ত্বরান্বিত করবে।”
রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানের কারণে কক্সবাজার অঞ্চলে সামাজিক সমস্যা বেড়ে যাওয়ার যে শঙ্কা রয়েছে, সে কথাও বলেন শেখ হাসিনা।
রোহিঙ্গারা যাতে নিজেদের দেশে ফিরে গিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে সেজন্য তাদের শিক্ষা এবং দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়ার তাগিদ দেন সরকারপ্রধান।
প্রেস সচিব ইহসানুল করিম জানান, বাংলাদেশ-যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং আঞ্চলিক বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
দুই দেশের বিদ্যমান সম্পর্ক আগামীতে আরও সুসংহত হবে বলে বৈঠকে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী এবং হাই কমিশনার।
ইহসানুল করিম জানান, যুক্তরাজ্য বাংলাদেশে ‘একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ’ নির্বাচন দেখতে চায় বলে বৈঠকে জানান হাই কমিশনার কুক।
শেখ হাসিনাও দেশে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ তার দলের দীর্ঘ ২১ বছর সংগ্রামের কথা তুলে ধরেন।
তিনি বলেন, “আমরাই মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করেছি ও গণমাধ্যমকে বেসরকারি খাতের জন্য উন্মুক্ত করেছি।“
প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর-এট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন ও মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া এ সময় উপস্থিত ছিলেন।