অপরাধী চক্র সম্পর্কে প্রাপ্ত তথ্য কাজে লাগিয়ে কীভাবে তাদের শনাক্ত ও আইনের আওতায় আনা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই কর্মশালায়।
Published : 11 Feb 2024, 07:18 PM
অপরাধমূলক কর্মকাণ্ডে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসকে (এমএফএস) ব্যবহার প্রতিরোধে সচেতনতা বাড়াতে দিনব্যাপী কর্মশালা হয়েছে।
ময়মনসিংহ রেঞ্জ পুলিশ এবং বিকাশ যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ’ শীর্ষক এই কর্মশালায় অংশ নেন রেঞ্জ পুলিশের ৭০ জন তদন্ত কর্মকর্তা।
অপরাধী চক্র সম্পর্কে প্রাপ্ত তথ্য কাজে লাগিয়ে কীভাবে তাদের শনাক্ত ও আইনের আওতায় আনা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই কর্মশালায়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন) সৈয়দ আবু সায়েম।
এছাড়া উপস্থিত ছিলেন পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ফারুক হোসেন ও পুলিশ সুপার (অপারেশন) খোন্দকার নজমুল হাসান।
বিকাশের পক্ষে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত আইজিপি ও বিকশের উপদেষ্টা ড. মো. নজিবুর রহমান এবং ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিম।