উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী।
Published : 26 Mar 2024, 05:01 PM
স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ।
মঙ্গলবার ব্যাংকের তরফে পরিচালক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ও পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন পুষ্পস্তবক অর্পণ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরীসহ ঊর্ধ্বতন নির্বাহী ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।