‘বিল সহজে দিতে’ ইসলামী ব্যাংকের সঙ্গে জালালাবাদ গ্যাসের চুক্তি

ইসলামী ব্যাংকের সকল শাখা, মোবাইলভিত্তিক অ্যাপ সেলফিন ও ‘আই ব্যাংকিং’ এর মাধ্যমে বিল পরিশোধ করা যাবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2022, 03:18 PM
Updated : 27 Dec 2022, 03:18 PM

গ্রাহকদের গ্যাস বিল পরিশোধ সহজ করতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের (জেজিটিডিএসএল) একটি চুক্তি করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামী ব্যাংক জানায়, এর আওতায় জেজিটিডিএসএল গ্রাহকরা ইসলামী ব্যাংকের সকল শাখা, উপ-শাখা অথবা মোবাইলভিত্তিক অ্যাপ সেলফিন ও ‘আই ব্যাংকিং’ এর মাধ্যমে সহজেই বিল পরিশোধ করতে পারবেন।

সম্প্রতি জেজিটিডিএসএলের কার্যালয়ে ইসলামী ব্যাংক সিলেট জোনের প্রধান নূরুল হক ও জেজিটিডিএসএল’র উপ মহাব্যবস্থাপক শহিদুল ইসলাম তাদের কোম্পানির পক্ষে চুক্তিতে সই করেন।

এ সময় জেজিটিডিএসএল’র ব্যবস্থাপনা পরিচালক শোয়েব আহমেদ মতিন, ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জামাল উদ্দিন মজুমদার, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান ভুঁইয়া উপস্থিত ছিলেন।