এসব এলাকায় ব্যাংক খোলা থাকবে ঈদের আগের দিনও।
Published : 22 Jun 2023, 08:09 PM
কোরবানির ঈদ উপলক্ষে ঢাকা ও চট্টগ্রাম নগরের পশুর হাট এলাকায় রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং সেবা দিতে বলেছে বাংলাদেশ ব্যাংক।
এসব এলাকায় ঈদের আগের দিন পর্যন্ত ব্যাংক চালু রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার এক পরিপত্রে বাংলাদেশ ব্যাংক বলেছে, আগামী ২৫ ও ২৬ জুন হাট সংলগ্ল এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখার কার্যক্রম বর্ধিত সময় বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।
আগামী ২৯ জুন কোরবানির ঈদ হবে। সেই ছুটি উপলক্ষে তৈরি পোশাক শিল্প এলাকা ও বন্দর শাখা ছাড়া ব্যাংকের সব শাখা বন্ধ থাকবে।
সে কারণে ২৭ ও ২৮ জুন বিশেষ ব্যবস্থায় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত পশুর হাট সংলগ্ন ব্যাংকের শাখা, উপশাখা খোলা রাখতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
পশুর হাটে অস্থায়ী বুথ স্থাপনের পাশাপাশি অতিরিক্ত সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের বিধি অনুযায়ী ভাতা দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, “আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় পরিচালিত কোরবানির পশুর হাটগুলোতে অধিক সংখ্যক ব্যবসায়ীর সমাগম ঘটে এবং বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হয়ে থাকে। ফলে হাটগুলোতে আর্থিক লেনদেনের নিরাপত্তার বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ।”