টানেল উদ্বোধনের দিন নোট অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Published : 25 Oct 2023, 09:51 PM
উদ্বোধনের অপেক্ষায় থাকা দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নিয়ে ৫০ টাকার স্মারক নোট বের করেছে বাংলাদেশ ব্যাংক।
আগামী ২৮ অক্টোবর কর্নফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণ করা এ প্রকল্পের উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ স্মারক নোট অবমুক্ত করবেন।
বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, উদ্বোধনের পরের দিন থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল ও চট্টগ্রাম অফিস এবং পরে অন্যান্য শাখা অফিস ও টাকা জাদুঘর থেকে তা কেনা যাবে।
খামসহ স্মারক নোটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং বাংলা ও ইংরেজি লেখা খামসহ ফোল্ডারের দাম একশত টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষরে মুদ্রিত এ স্মারক নোটের সামনের বামপাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর প্রতিকৃতি এবং ডানপাশে টানেলের সম্মুখ অংশের ছবি দেওয়া হয়েছে।
নোটের পেছনভাগে টানেলের ভেতরের অংশের আরেকটি ছবি দেওয়া হয়েছে। নোটের সামনের শিরোনাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল/সংযোগে নতুন সম্ভাবনা’।
বিশেষ দিবস ও প্রতিপাদ্যকে স্মরণ করে রাখতে স্মারক নোট ছাপানো হয়। অন্যান্য মুদ্রা বা নোটের মত এটি বিনিময়যোগ্য নয় অর্থাৎ এটি দিয়ে বেচাকেনা বা লেনদেন করা যায় না।