মানুষের জীবনমান এবং অর্থনীতির উন্নয়নে অবদান রাখায় মিলেছে এ স্বীকৃতি।
Published : 02 Dec 2023, 06:00 PM
কার্ড থেকে বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করার সুবিধা এনে ‘মাস্টারকার্ড এক্সিলেন্স’ পুরস্কার পেয়েছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ।
২০২২-২৩ অর্থবছরে আর্থিক লেনদেনে অবদানের ভিত্তিতে ১৭টি শ্রেণিতে এবার পঞ্চমবারের মতো দেওয়া হয় ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’।
বিকাশ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মানুষের জীবনমান এবং অর্থনীতির উন্নয়নে অবদান রেখে এ পুরস্কার পেয়েছে তারা।
সম্প্রতি এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান এবং ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভের হাত থেকে পুরস্কার নেন বিকাশের চিফ কমিউনিকেশনস অফিসার মাহফুজ সাদিক ও হেড অফ ব্যাংকিং পার্টনারশিপ অ্যান্ড অপারেশনস আদনান কবির রকি।