ডিজিটাল পেমেন্ট সমাধানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও শপআপের চুক্তি

ব্যাংকটি মোকাম এবং বড় পরিসরে শপআপকে নিরাপদ, স্বচ্ছ এবং দ্রুত পেমেন্ট প্রবাহ প্রদান করবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2024, 03:08 PM
Updated : 1 March 2024, 03:08 PM

ডিজিটাল পেমেন্ট সমাধানে বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে ই-কমার্স কোম্পানি শপআপ’র সহযোগী প্রতিষ্ঠান ‘মোকাম’।

শুক্রবার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) ইন্টিগ্রেশনের মাধ্যমে স্বয়ংক্রিয় অর্থপ্রদান ব্যবস্থা চালু করতে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই ব্যবস্থার নাম রাখা হয়েছে ‘মুভ মানি পেমেন্ট এপিআই’। এর মাধ্যমে ব্যাংকটি মোকাম এবং বড় পরিসরে শপআপকে নিরাপদ, স্বচ্ছ এবং দ্রুত পেমেন্ট প্রবাহ প্রদান করবে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের হেড অব ট্রান্সেকশন ব্যাংকিং লুৎফুল আরেফিন খান বলেন, “দৃঢ় এপিআই কানেকটিভিটির মাধ্যমে আমাদের গ্রাহকের ডিজিটাল লেনদেনের গতি নিরবচ্ছিন্ন রাখতে সহায়তা করবে। এটা ডেটা নিরাপত্তা নিশ্চিত করবে এবং দেরি হওয়া ও ভুল-ভ্রান্তি রোধ করবে।”

শপআপ’র কো ফাউন্ডার ও চিফ প্রোডাক্ট অফিসার আতাউর রহিম চৌধুরী বলেন, “আমাদের দৃঢ় বিশ্বাস মুভ মানি পেমেন্টে এপিআই আমাদের কাজ ও লেনদেনকে আরো সহজ করে তুলবে।”