বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের ক্ষেত্রগুলো তুলে ধরেন নসরুল হামিদ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2023, 07:13 PM
Updated : 23 Feb 2023, 07:13 PM

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে তার বাড়িতে গিয়ে দেখা করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। 

বৃহস্পতিবার এই সৌজন্য সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়েছে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের ক্ষেত্রগুলো তুলে ধরেন। 

যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি শেভরন গ্যাস উত্তোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ আরও বাড়ানো যেতে পারে। জেনারেল ইলেকট্রনিক্স (জিই), এক্সন মবিল বা এক্সিলারেট এনার্জি আগ্রহ দেখাচ্ছে। মধ্যম সারির আরও প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করলে স্বাগত জানানো হবে।

যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বলে প্রতিমন্ত্রীকে জানান রাষ্ট্রদূত। 

উন্নয়নশীল দেশের কাতারে ওঠতে যাওয়া বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতকে শিল্পায়নের মূল চালিকা শক্তি হিসাবে বিবেচনায় নিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে এই খাতে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে চলেছে।

সম্প্রতি জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভারত ও রাশিয়ার মতো দেশগুলো বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে নতুন নতুন বিনিয়োগ প্রস্তাব নিয়ে আসছে।   

আরও খবর-

Also Read: বাংলাদেশকে মাঝে রেখে যুক্তরাষ্ট্র-রাশিয়ার পাল্টাপাল্টি চলছেই