সেজন্য গ্রাহককে অনলাইনে বিল পরিশোধ করতে হবে।
Published : 25 Mar 2024, 08:12 PM
রোজার মাসে প্রতি শুক্রবার গ্রাহক ডেলিভারি চার্জের সঙ্গে যে পরিমাণ ‘টিপ’ (বকশিস) দেবেন, সমপরিমাণ অর্থ যোগ করে দ্বিগুণ ‘টিপ’ রাইডারকে বুঝিয়ে দেবে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা।
রাইডারদের প্রতি সহমর্মিতা প্রকাশ করতে এ বিশেষ ক্যাম্পেইন চালু করা হয়েছে বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, সারাদেশের ফুডপ্যান্ডা সব রাইডার এ ক্যাম্পেইনের আওতাভুক্ত হবেন। গ্রাহক যদি মোবাইল আর্থিক সেবা (এমএফএস) কিংবা ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে অনলাইনে বিল পরিশোধ করেন, সেক্ষেত্রেই কেবল দ্বিগুণ ‘টিপ’ পরিশোধ করবে ফুডপ্যান্ডা।
এ বিষয়ে ফুডপ্যান্ডার অপারেশনস ডিরেক্টর আন্দালিব হাসান বলেন, “শুধুমাত্র কৃতজ্ঞতা প্রকাশ করতেই নয়, বরং রাইডারদের প্রতিদিনের অক্লান্ত প্রচেষ্টার স্বীকৃতি দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ”