দেশের বাজারের সব জাতীয় এবং আন্তর্জাতিক কোমল পানীয় ব্র্যান্ডগুলোর মধ্যে এই স্বীকৃতি অর্জন করেছে মোজো।
Published : 01 Jan 2025, 04:49 PM
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৪’ এ দেশের ‘এক নম্বর বেভারেজ ব্র্যান্ড’ হিসেবে স্বীকৃতি পেয়েছে কোমল পানীয় ব্র্যান্ড মোজো।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানির তরফে বলা হয়েছে, দেশের বাজারের সব জাতীয় এবং আন্তর্জাতিক কোমল পানীয় ব্র্যান্ডগুলোর মধ্যে এই স্বীকৃতি অর্জন করেছে মোজো।
অনুষ্ঠানে মোজো'র পক্ষ পুরষ্কার নেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ডিরেক্টর (অপারেশন্স) সৈয়দ জহুরুল আলম, চিফ মার্কেটিং অফিসার মাইদুল ইসলাম, জেনারেল ম্যানেজার (সেলস) রেজাউল করিম ও ব্র্যান্ড ম্যানেজার আদনান শফিক।
২০০৬ সালে কোলা ব্র্যান্ড হিসেবে মোজো বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করে। ২০২৩ সাল থেকে ফিলিস্তিনের মানুষের সহায়তায় প্রতি বোতল থেকে ১ টাকা দিয়ে যাচ্ছে এ কোম্পানি।