Published : 12 Jan 2025, 05:31 PM
‘পাশে আছি বাংলাদেশ’ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলায় অসহায়, কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছে প্রাণ-আরএফএল গ্রুপ।
তীব্র শীতে রোজগার বন্ধ ও খাদ্যাভাবে থাকা নিম্ন আয়ের মানুষের পাশে থাকতে এমন উদ্যোগ বলে কোম্পানির তরফে জানানো হয়েছে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রাণ-আরএফএল গ্রুপের ‘পাশে আছি বাংলাদেশ’ কর্মসূচির আওতায় সম্প্রতি ফেনী ও লক্ষ্মীপুরে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে ২ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।”
প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল বলেন, “সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা লক্ষ্মীপুর ও ফেনী জেলায় পরিবার প্রতি ১০ কেজি করে ২ হাজার পরিবারের মাঝে চাল বিতরণ করেছি।
“এ পর্বে আমরা নোয়াখালী, নাটোর, শেরপুর ও হবিগঞ্জ জেলার আরো ৮ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করব। আগামীতেও এধরনের কার্যক্রম চলামান থাকবে।”
দুর্যোগকালে তাৎক্ষণিকভাবে মানুষকে সহায়তার লক্ষ্যে ২০২০ সালে ‘পাশে আছি বাংলাদেশ’ কর্মসূচির উদ্যোগ নেয় প্রাণ-আরএফএল গ্রুপ। এ কর্মসূচির আওতায় গেল কয়েক বছরে লক্ষাধিক মানুষকে বিভিন্ন রকম সহায়তা করা হয়েছে।